আমি খেয়াল করে দেখছি কিছু কথা আমার শুনতে ভাল লাগে যেমন আকিজ সাহেব খুব সামান্য টাকা নিয়ে ব্যাবসা শুরু করছিলেন। এক দূর্ঘটনায় তার সব পুড়ে ছারখার হয়ে যায়, তারপর তিলে তিলে অনেক-ক-ক বড় সাম্রাজ্য গোড়ে তোলেন তিনি। কিছুদিন আগে প্রায় দেড় বিলিয়ন ডলারে আকিজ এর টোব্যাকো ইউনিট বিক্রি হয়ে যায় জাপানি এক কোম্পানির কাছে। আমার ধারনা এই সাফল্যের গল্প সবারই শুনতে ভাল লাগে।

এইসব গল্পই কি আমাদের মোটিভেট করে? ৬০ টাকা নিয়ে ব্যবসা শুরু করে আজকে তো সে হাজার হাজার কোটি টাকার মালিক, তাইলে তো আমিও পারব; এমন একটা ধারনা নিয়ে মোটিভেটেড হয়ে যাই। আমার কাছে মনে হইছে আজকের প্রেক্ষাপটে ৬০ টাকা বা সামান্য কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করে বিরাট কিছু হয়ে যাওয়া একটা আজগুবি কল্পনা ছাড়া আর কিছুই না। কিছু ব্যতিক্রম হয়ত থাকতেই পারে।

 

Only I can change my life. No one can do it for me.