9.5 Score
Pros
- সুস্বাদু
- মোটামুটি সস্তা
- প্যাকেজিং খুবই ভাল
Cons
- সব আইটেম সব দোকানে পাওয়া যায় না
Final Verdict
এক কথায় বলতে গেলে মিষ্টির রাজ্যে আমার কাছে ওস্তাদ হইল এই হলদিরাম।
হলদিরাম ভারতের অন্যতম বৃহৎ (জানি না ভারতের সব থেকে বড় কি না?) মিষ্টান্ন বিতান। আমি যতবারই ইন্ডিয়া গেছি একবার হইলেও হলদিরাম ঘুরে আসছি। আসলে ঘুরে আসছি কথাটা ঠিক না, একগাদা মিষ্টি খেয়ে আসছি, মাঝে মাঝে ব্যাগ ভরে নিয়ে আসছি বাসার জন্য।
এইবার আমি আর ফারহান (আমার স্কুলের বন্ধু) মিলে কিছুদিন আগে গেছিলাম নেপাল আর ভারত ভ্রমণে। তো নেপাল ঘুরে, নইনিতাল ঘুরে দিল্লীতে আমরা ছিলাম ২ দিন। তো দিল্লীতে আমাদের প্ল্যানের মধ্যে হলদিরামে যাইতে হবে, খাইতে হবে, কিনে বাংলাদেশে নিয়ে যাইতে হবে এইটা লিখেই রাখছিলাম। আমি এর আগে দিল্লীতে একবারই আসছিলাম তবে ছিলাম মাত্র এক দিনের কয়েক ঘণ্টা আর এক রাত। তাই সেই সময় দিল্লী আসলেও দিলীর লাড্ডু খাওয়া হয় নাই।
Related posts
Meet the Author
"I tried to fail but I failed to fail"
কাজকর্ম যতটা পারা যায় কম করে, মোটামুটি ভাল আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করে জীবনকে সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টায় থাকা আকারে মোটাসোটা, ভীতু টাইপের একজন মানুষ আমি, মিলকী মাহমুদ।
Categories
- এই-সেই (8)
- খাবার-দাবার (1)
- ঘোরাঘুরি (3)
- ফটোগ্রাফি (2)
- ব্যবসা-বাণিজ্য (1)
- মোটিভেশন (4)
- রিভিউ (1)
- লাইফস্টাইল (5)
Subscribe
* You will receive the latest news and updates on your favorite celebrities!
Social Media