9.5
Score

Pros

  • সুস্বাদু
  • মোটামুটি সস্তা
  • প্যাকেজিং খুবই ভাল

Cons

  • সব আইটেম সব দোকানে পাওয়া যায় না
স্বাদ
১০
দাম
প্যাকেজিং
৯.৫

Final Verdict

এক কথায় বলতে গেলে মিষ্টির রাজ্যে আমার কাছে ওস্তাদ হইল এই হলদিরাম।

লদিরাম ভারতের অন্যতম বৃহৎ (জানি না ভারতের সব থেকে বড় কি না?) মিষ্টান্ন বিতান। আমি যতবারই ইন্ডিয়া গেছি একবার হইলেও হলদিরাম ঘুরে আসছি। আসলে ঘুরে আসছি কথাটা ঠিক না, একগাদা মিষ্টি খেয়ে আসছি, মাঝে মাঝে ব্যাগ ভরে নিয়ে আসছি বাসার জন্য।

এইবার আমি আর ফারহান (আমার স্কুলের বন্ধু) মিলে কিছুদিন আগে গেছিলাম নেপাল আর ভারত ভ্রমণে। তো নেপাল ঘুরে, নইনিতাল ঘুরে দিল্লীতে আমরা ছিলাম ২ দিন। তো দিল্লীতে আমাদের প্ল্যানের মধ্যে হলদিরামে যাইতে হবে, খাইতে হবে, কিনে বাংলাদেশে নিয়ে যাইতে হবে এইটা লিখেই রাখছিলাম। আমি এর আগে দিল্লীতে একবারই আসছিলাম তবে ছিলাম মাত্র এক দিনের কয়েক ঘণ্টা আর এক রাত। তাই সেই সময় দিল্লী আসলেও দিলীর লাড্ডু খাওয়া হয় নাই।