এই ছেলে আর আমি নাকি ঢাকা কলেজে এক সাথে পড়ছি, শুধু তাই না একই সেকশনেই নাকি পড়ছি। কিন্তু কলেজ লাইফে তাকে চেনা তো দূরের কথা একদিনের জন্যও দেখি নাই। এর মুল কারন ঢাকা কলেজে সর্বসাকুল্যে আমি মনে হয় দুইদিনই ক্লাস করছিলাম। যাই হোক সে নাকি ইউনিভার্সিটিতেও আমার এক ব্যাচ জুনিয়র ছিল। পরিতাপের বিষয় ইউনিভার্সিটিতেও আমি তাকে একবারের জন্যও দেখি নাই, সেও আমারে দেখে নাই, দেখলেও চিনতো না বলে আমার বিশ্বাস।